কাশ্মীর ইস্যুতে এম.সি. কলেজে কওমী স্টুডেন্ট ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৮ ২০১৯, ১৯:১৯
কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ৮ এপ্রিল বৃহস্পতিবার সিলেট এম.সি. কলেজ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কওমী স্টুডেন্ট ফোরাম এম.সি. কলেজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা তারেক হাসান চৌধুরী, সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজিক, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, স্থায়ী সদস্য হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কাওসার আহমদ, সহ প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সহ অর্থ সম্পাদক আহবাবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক হাফিজ বিন ফজল, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির আহমদ, নির্বাহী সদস্য আশরাফ আলী, কামরুল ইসলাম, আব্দুল মুক্তাদির, সদস্য রুহুল কুদ্দুস, ইমরান খান, মনোয়ার হোসেন, আদনান আহমদ, হাসান মুহাম্মদ ডালিম প্রমুখ।
মানববন্ধনে কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানানো হয়।