কাশ্মীরে ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধে সোচ্চার হতে হবে
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৭ ২০১৯, ২২:১৩
কাশ্মীরে ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধে সোচ্চার হতে হবে
-মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী বৈঠক মঙ্গলবার বাদ আসর লালদিঘী পারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন,কাশ্মীরের মুসলমান জনগণের উপর সাম্রাজ্যবাদী ভারত সরকার ইতিহাসের বর্বরোচিত নির্যাতন ও হত্যা চালাচ্ছে, তাঁদের স্বাধীনতা হরণ,মানবাধিকার লুন্ঠন করা হচ্ছে, এমতাবস্থায় কোনভাবেই বিশ্বের মুসলমানরা চুপ থাকতে পারে না।কাশ্মীরের জনগণের চলমান স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে তিনি আরো বলেন,কাশ্মীরের স্বাধীনতার জন্য বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে সোচ্চার হতে হবে।ভারতীয় দখলবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নির্বাহী বৈঠকে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী,মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী,মাওলানা আব্দুস সামাদ ফতেহপুরী,মাওলানা আব্দুল মালিক,সহসাধারণ সম্পাদক ডা.মোস্তফা আহমদ আজাদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা প্রিন্সিপাল ফখরুল ইসলাম,সহবায়তুল মাল সম্পাদক প্রিন্সিপাল মুফতি ওযীরুল ইসলাম মাসউদ,প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক,সহ প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, প্রচার ও অফিস সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ মাশুক,নির্বাহি সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস প্রমুখ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার বাদ আসর কাশ্মীরের মজলুমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ও স্বাধীনতা আন্দোলনে সংহতি জানিয়ে সিলেট কালেক্টর জামে মসজিদ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগ এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।এতে সবাইকে অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।