কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ৫

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৭:৫৭

ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের লাল চক এলাকায় গ্রেনেড হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই গ্রেনেড হামলা চালানো হয়। পুলিশের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

একজন পুলিশ কর্মকর্তা জানায়, লাল চক এলাকার প্রতাপ পার্কের কাছে ভারতীয় বিশেষ নিরাপত্তা বাহিনী সিআরপিফ’র সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গ্রেনেড বিস্ফোরণের পর জনগণের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার ছুটির দিনে অনেকেই মার্কেট করার জন্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন বলে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।