কাল হাটহাজারীতে স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ০৯:৪৯
হাবীব আনওয়ার: “কলম ও কণ্ঠে উজ্জীবিত হওয়ার দৃঢ় প্রত্যয়ে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুরু হওয়া ‘নবীন লেখক আড্ডা’র ৫ ম পর্ব আগামীকাল ১৬ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে।তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন।লেখালেখির বিষয়ে আলোচনার পরিবর্তে “স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক বক্তৃতা “অনুষ্ঠিত হবে।
হাটহাজারী নূর মসজিদের দক্ষিণ বিল্ডিং ‘আল হাবীব ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলা বাড়ি মিলনায়তনে সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।
নবীন লেখক আড্ডার উদ্যোক্তা হাবীব আনওয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক, মাওলানা সরওয়ার কামাল।
আলোচক হিসেবে থাকবেন, বাংলা বাড়ির পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ।
এছাড়াও বক্তৃতা পেশ করবে নবীন লেখক আড্ডার বন্ধুগণ।
অনুষ্ঠানটির আয়োজনে করেছে, প্রমিত উচ্চারণ,ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি।