কাল থেকে শুরু রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে খাদ্যশস্য বিতরণ কর্মসূচী
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০২০, ২৩:১২
মাহবুবুর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিকভাবে মানবিক সহায়তা হিসেবে দিনমজুর, ভিক্ষুক, হতদরিদ্র কর্মক্ষম পরিবারের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যশস্য (চাল) ও অন্যান্য সামগ্রী বিতরণ কর্মসূচি চালু হচ্ছে কাল শনিবার থেকে।
সরকারি বরাদ্দের বাহিরেও স্থানীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল, স্থানীয় শিল্পপতিসহ অন্যান্য হৃদয়বান মানুষের সহযোগিতায় হতদরিদ্র মানুষের হাতে দুর্যোগকালীন সময় পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতসহ সকল কার্যক্রম চোখে পড়ার মতো।
এ বিষয়ে আজ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এক বৈঠকে সার্বিক বিষয়গুলো আলোচনা হয়। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে।