কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির নির্বাচনে সভাপতি আক্তার সম্পাদক মাইকেল রোজারিও 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২০, ১৩:০৪

জুনায়েদ হোসেন ফরহাদ /গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির আয়োজনে গত ১৯ই মার্চ রোজ বৃস্পতিবার কেক কেটে মুজিব জন্মশতবর্ষিকী উদযাপন করা হয় এবং

একইসাথে কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির বার্ষিক নির্বাচন এর ফলাফল ঘোষনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিশু ও মহিলা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির প্রধান উপদেষ্টা-মেহের আফরোজ চুমকি এম পি।সভাপতিত্ব করেন এস.এম আক্তারুজ্জামান সভাপতি কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মজিদ মুকুল।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন -এস.এম আক্তারুজ্জামান,

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন-জ্যাকশন মাইকেল রোজারিও,

সহ সাধারণ সম্পাদক-আরিফুল হক,

সাংগঠনিক সম্পাদক-শেখ শরিফ,

সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন ফরহাদ।

সিনিয়র সহসভাপতি-মোবারক হোসেন,সহসভাপতি-আজগর পাঠান ও মতিলাল দাস এ সময় বাংলাদেশ সহ বিশ্বের বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনাও করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফোরকান দর্জি,সহ সাধারণ সম্পাদক আকমল হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক আশিষ কুমার অঞ্জন।এছাড়াও উপস্থিত ছিলেন টিভি ও দৈনিক পত্রিকার সাংবাদিক,কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির উপদেষ্টা কামাল হোসেন সহ প্রমুখ।