কালীগঞ্জে প্রসূতির মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে হাসপাতাল কর্তৃপক্ষের নিন্দা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০২০, ০১:৪০

গাজীপুরের কালীগঞ্জ জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত শুক্রবার ১০এপ্রিল রাতে মিশু বেগম (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয় এবং শনিবার সকাল ৯টায় তাকে দাফন করা হয়।

উক্ত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই সব নিউজ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন।

জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কয়েকটি অনলাইন পোর্টালে প্রসূতির মৃত্যুর ব্যাপারে নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মিশু বেগম সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের জন্য কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে অবস্থিত জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার বেলা ১১টার দিকে ভর্তি হয়। পরে ওইদিন বিকেল ৩টার দিকে মিশু বেগমের অপারেশন করা হয় এবং অপারেশন করেন ওই হাসপাতালে অন কলে আসা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. মাইনুল ইসলাম।সিজার করার পর ওইদিন রাত ৮টার দিকে মিশু বেগম মারা যায়।

পরে খবর পেয়ে রাত ১০:৩০মিনিটে গণমাধ্যম কর্মীরা ওই হাসপাতালে উপস্থিত হয়। মৃত মিশুর স্বামী মিন্টু ও উপস্থিত আত্মীয়স্বজনদের সাথে সাংবাদিকরা কথা বললে, তারা বলেন এই মৃত্যুর ব্যাপারে তাদের কোন অভিযোগ নেই। একইসাথে তারা আইনি ভাবেও কোন অভিযোগ করতে চায় না।

এ ব্যাপারে ডাঃ মো. মাইনুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, প্রসূতি মিশু শারীরিক ভাবে খুবই দূবর্ল ছিলো। তাই প্রসূতি মিশুর শারীরিক অবস্থার বিষয় তার পরিবারের সাথে আলোচনা করে অনুমতি সাপেক্ষে এবং হাসপাতালের নিয়ম মেনেই তার সিজার করা হয়। সিজারের পর হঠাৎ মিশুর শারীরিক অবস্থা খারাপ হলে, আমিসহ ডাক্তার নার্সরা সর্বোচ্চ চেষ্টার পরেও মিশুকে বাঁচানো যায়নি, তাই এ ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি।

সূত্রে আরও জানা যায়, ঘটনার পর শুক্রবার রাত ১২টায় হাসপাতালে উপস্থিত হয়, কালীগঞ্জ থানার এস আই সুলতান খান। তিনি মিশুর পরিবারের সাথে এ ব্যাপারে কথা বললে তারা কোন আইনি অভিযোগ করতে অস্বীকৃতি জানায়।

উক্ত ঘটনায় বিভিন্ন অনলাইন পোর্টালে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করাতে হাসপাতাল কর্তৃপক্ষ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।