কালীগঞ্জে নতুন ৫ জনসহ মোট আক্রান্ত ১৪ জন
একুশে জার্নাল
এপ্রিল ১৫ ২০২০, ২২:৩৪

গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১৯ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পাঁচজনের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৪জন। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত রোগীদের ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৬ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, সব মিলিয়ে মোট আক্রান্ত ১৪জন। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।