কালিয়াকৈরে ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৯ ২০২০, ২০:৫৫

অনলাইন ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে বিদেশ ফেরত ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমূহুর্তে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা আরো বাড়বে। আরো বয়ঙ্কর কাহিনী হলো, ডিএসবির লোক আসছিল, ওনার সাথে কথা বললাম। ওনি বললো যে, কালিয়াকৈর থানায় ৩মার্চ থেকে আজ পর্যন্ত ৪৭২ জন লোক এসেছে বিভিন্ন দেশ থেকে। এখন তাদের আমরা খুঁজে বের করতেছি। আমরা তাদের খুঁজে পাব আর এন্ট্রি করবো।