কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
একুশে জার্নাল
জানুয়ারি ০৪ ২০১৯, ১১:১৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকা থেকে শুক্রবার দুপুরে ৬টি পেট্রোল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বহেরাতলী জামিয়া নুরানী আরাবিয়া মাদ্রাসার পেছনের জঙল থেকে এসব ককটেল ও বোমা উদ্ধার হয়।
স্থানীয়রা বস্তায় ভর্তি এসব বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিনহাজুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।