কালিগঞ্জে দুবৃর্ত্তদের হাতুড়ির আঘাতে যুবলীগ নেতা আহত
একুশে জার্নাল
নভেম্বর ১৯ ২০১৮, ১৩:১২

আব্দুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে যুবলীগ নেতাকে রাতের আধারে হাতুড়ি দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার কদমতলা বাজারে ঘটেছে।
স্থানীয়দের সুত্রে জানাগেছে, উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনকে কে বা কারা রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কদমতলা বাজারের অদুরে রাস্তায় তার উপরে আতর্কিত হামলা চালায় ৩/৪ জনের একটি দুবৃর্ত্তের দল। কিছু বুঝে ওঠার আগেই সুজনকে এলোপাঁতাড়ী ভাবে পিটিয়ে রক্তাক্ত যখম করে ফেলে যায়। পথচারীররা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যান্ত ঘটনাস্থলে কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য,আহত সুজন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের নজির আহম্মদের পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রতনপুর ইউপি সদস্য।