কালচারাল অফিসার রুনা লায়লার সাথে নাফ এর শিল্পীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
একুশে জার্নাল ডটকম
জুলাই ২০ ২০১৯, ১৩:০৭
সজীব: নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত কালচারাল অফিসার রুনা লায়লার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দরা।১৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় ফাউন্ডেশনেসর সকল শিল্পীবৃন্দরা, আমলাপাড়া গার্লস স্কুলের অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ আর্টিস্ট নাফ ফাউন্ডেশনের (প্রতিষ্ঠাতা আহবায়ক কণ্ঠশিল্পী) জি এম রহমান রনি, (কন্ঠশিল্পী) সীমা সিদ্দিকী, (অভিনেতা) মাসুদ রানা মিন্টু,(নৃত্যশিল্পী ও প্রশিহ্মিকা) প্রমা,আলোর তরী (পএিকার সম্পাদক) মিকাইল ইসলাম রাজ,(কন্ঠশিল্পী) সাব্বির,মিনহাজ বাবু,,(আবৃত্তি শিল্পী) দীপক ভৌমিক,, মাহাবুবুর রাহমান, শিল্পী দিনা,শিল্পী ইব্রাহিম মোল্লা, কৃষ্ণ, শিল্পী কিশোর মল্লিক,অাক্তার হোসেন মুকুল,সবুজ সাহা,নীলা আহমেদ নিশি,
ও (কবি ও সাংবাদিক) খাদিজা আক্তার ভাবনা সহ প্রমূখ।