কারাগারে কেমন কাটছে ঐশীর রমজান মাস

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০১৯, ০০:৫৯

একুশে জার্নালঃ

নিজের বাবা মাকে হত্যার দায়ে সাজা প্রাপ্ত ঐশী রহমানের রোজার মাস কাটছে কারাগারের কনডেম সেলে।সেখানে তার দিন কাটে অনুতাপ, অনুশোচনায়।একসময়কার উচ্ছৃঙ্খল ও বখে যাওয়া মেয়েটি এখন নিয়মিত রমজানের রোজা রাখছে ও নমাজ আদায় করছে। গাজীপুরের কাশিমপুর মহিলা কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

উল্লেখ্য যে,২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজের বাসায় খুন হন পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমান।

এ হত্যাকাণ্ডে অভিযুক্ত হন সেই সময় পলাতক ঐশী। পরবর্তী সময়ে বন্ধুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হলে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ঐশী।

এর পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজ মা-বাবাকে পরিকল্পিতভাবে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় ঐশী।

আদালত ৩৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঐশীকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে।

তখন থেকেই গাজিপুরের কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটছে ঐশী রহমানের। জানা যায়,মাঝে মধ্যেই ঐশী ফুঁপিয়ে কান্না কাটি করেন কনডেম সেলে।