কাবুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থ প্রদর্শনী
একুশে জার্নাল ডটকম
জুন ০৭ ২০২২, ১৭:০২
আবদুস সাত্তার আইনী: ইসলামি আমিরাতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়েরখাহ কাবুল বিশ্ববিদ্যালয়ে ‘বই পাঠ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাইহাকি বুক পাবলিশিং হাউসের তত্ত্বাবধানে এবং আফগান পুস্তক প্রকাশক সমিতি ও কাবুল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত সভায় মন্ত্রী খায়েরখাহ এই গ্রন্থ প্রদর্শনীকে দেশে বই পড়া জনপ্রিয় করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
তিনি তরুণদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করে বলেন, দেশের উন্নয়ন ও জনগণের শান্তিতে তরুণ-তরুণীরাই মুখ্য ভূমিকা পালন করতে পারে।
মন্ত্রী বলেন, ‘ইসলামি আমিরাতের ক্ষমতায় ফিরে আসার পর তরুণদের শিক্ষিত হওয়ার এবং তাদের জ্ঞানের মাধ্যমে দেশের সেবা করার জন্য প্রশস্ত মাঠ প্রস্তুত করা হয়েছে।’
ইসলামিক আমিরাতের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিষয়ক ডেপুটি জাবিহুল্লাহ মুজাহিদ যুবকদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে বই পড়ার সংস্কৃতি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে-বিষয়ে আলোকপাত করেন।
সূত্র : দ্য কাবুল টাইমস