কা’বা শরীফের মা’তাফ আবার খোলা হচ্ছে
একুশে জার্নাল
মার্চ ২৫ ২০১৮, ১০:৩৫
আগামী ২৭ মার্চ কা’বা শরীফের চতুর্দিকের এরিয়া ‘মা’তাফ’ দীর্ঘদিন পর আবার খোলা হচ্ছে সকল হাজ্বিদের জন্য। গতবছর অক্টোবরে যমযম ওয়ালের নির্মানকাজের জন্য বন্ধ করে রাখা হয়েছিলো কা’বার বেশ কিছু এরিয়া। নির্মাণকাজ সমাপ্ত হওয়ায় আবার খোলা হবে।
২৫০ এরও বেশী ইঞ্জিনিয়ারের তথ্যাবধানে এগারোটি বিশাল উচু ক্রেন দিয়ে শ্রমিকরা দিনরাত কাজ করে যমযম পানির পাইপ লাইনের নির্মাণ কাজ শেষ করলেন।
তাছাড়া আরো বেশ কিছু কাজ করা হয় হাজ্বিদের বিভিন্ন সুবিধার জন্য।
সুত্র: সৌদি গ্যাজেট।