কাবা শরীফের পাশে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
একুশে জার্নাল
জুন ০৯ ২০১৮, ১২:৪৯
পবিত্র মক্কা নগরীর হারাম শরীফের ভেতর খানায়ে কা’বার পাশে উুঁচ স্থান থেকে ঝাঁপ দিয়ে এক পাকিস্তানি অভিবাসী আত্মহত্যা করেছেন। শুক্রবার এশার নামাজের পর এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারীর নাম তারেক (৩৫)। খানা কা’বার কর্তৃপক্ষ এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছেন। খবর: আল আরাবিয়া, উর্দু নিউজ
সৌদি সংবাদপত্রের খবরে বলা হয়, হারাম শরীফের ওপরের তলা থেকে নিচের মাতাফে ঝাঁপ দিলে তার পাঁজরসহ শরীরের নানা অঙ্গের হাড্ডি ভেঙ্গে যায়। হারাম শরীফে নিয়োজিত হেলালে আহমার টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজইয়াদ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। তার আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনাটিকে ঘিরে অনেক চাঞ্চল্য তৈরি হয়েছে।