কান উৎসবে সেলফি নিষিদ্ধ
একুশে জার্নাল
মার্চ ২৪ ২০১৮, ২১:২০
কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর বসছে ৮ মে। কিন্তু তার আগেই নিষিদ্ধ সংক্রান্ত একটি ঘোষণা এলো। সেলফিপ্রেমীদের জন্য দুঃখজনক সেই ঘোষণাটি হলো, কান উৎসবের লাল গালিচায় আর সেলফি তোলা যাবে না।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্প্রতি ফ্রান্সের একটি ম্যাগাজিনকে কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো বলেন, ‘সেলফি তোলা হাস্যকর ও উদ্ভট একটা ব্যাপার।’
কান চলচ্চিত্র উৎসবে এর আগেও অনেক সিদান্ত নিয়ে আয়োজকদের সমালোচনা হয়। একবার উঁচু হিল পরে না আসায় নারীদের ঢুকতে না দেওয়ার ঘটনাও ঘটে। এর প্রতিবাদে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্ট খালি পায়ে লাল গালিচায় হাজির হয়ে খবরের শিরোনাম হন।
তবে লাল গালিচায় সেলফির ওপর নিষেধাজ্ঞা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা এখনও স্পষ্ট নয়৷ আয়োজকদের বক্তব্য, সেলফি তোলার কারণে অনেক সময় মূল আনুষ্ঠান ব্যহত হয়৷ তাই এবার সেলফি তোলাই বন্ধ করে দেওয়া হয়েছে৷
হলিউড-বলিউড সুপার স্টারদেরই কানে সেলফি তুলতে বেশি ব্যস্ত দেখা যায়। অনেক সময় ফ্যানদের সঙ্গেও সেলফি তোলেন তারা৷ সেই কারণে ভিড় জমে যায় রেড কার্পেটে৷
কান চলচ্চিত্র উৎসব চলবে ১৯ মে পর্যন্ত। সূত্র: এনডিটিভি