কানাডায় তাজপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ করোনায় আক্রান্ত: দোয়া কামনা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৭:৩৭

সিলেটের ওসমানীনগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ মোঃ শওকত আলী করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন।
জানা যায়, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি আছেন।
তাজপুর ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ মোঃ শওকত আলীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকরা দোয়া প্রার্থনা করেছেন।