জানা গেছে, উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় গ্রামের আবুল হোসেনের ছেলে সলমান হোসেন (২২) বৃহস্পতিবার বিকেল ৫টায় সীমান্তের ওপারে ভারতীয় গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে গরু-মহিষ আনতে গিয়ে সলমান হোসেন নামের এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে মারা গেছেন। তার বাড়ি ডোনা সীমান্ত এলাকার বড়খেয়ড় গ্রামে।

সলমান হোসেনের লাশ আনতে বিজিবির একটি টিম ঘটনাস্থলে রয়েছেন বলে তিনি জানান।