কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রতারক স্কুলছাত্র গ্রেপ্তার

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৪ ২০১৮, ১৩:১৬

নাঈম চৌধুরী বিয়ানীবাজার প্রতিনিধি: কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুহুল আমিন (১৭) উপজেলার নিজ রাজাগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এবং সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিজ রাজাগঞ্জ গ্রামের রুহুল আমিন একই গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। কয়েকমাসের সম্পর্কের একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দিলে রুহুল আমিন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ২০ জুন ধর্ষিতা নিজেই বাদী হয়ে রুহুল আমিনকে আসামীকে করে কানাইঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরপর থেকেই রুহুল আমিন পলাতক ছিল। রোববার (২সেপ্টেম্বর) গভীর রাতে কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে রুহুল আমিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন।
আটক রুহুল আমিনকে আদালতে প্রেরণ করলে আদাল তাকে কারাগারে পাঠায়।
অপরদিকে, কানাইঘাট থানার দায়েরকৃত তথ্য প্রযুক্তি আইনের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মস্তাক আহমদ (২০)কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। মস্তাক উপজেলার ডুংরাগ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র। থানার মামলা নং- ২(১২)১৬