কাদের সিদ্দিকী ও ড.কামালের একান্ত বৈঠক
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৭ ২০১৮, ২১:৩২
একুশে জার্নাল ডেস্ক :
চলমান রাজনৈতিক মেরুকরণের মুহুর্তে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
গতকাল সোমবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা, আগামী নির্বাচন,চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।
তবে বৈঠকে কী বিষয়ে দু’জন চূড়ান্ত ঐক্যমত হয়েছেন সেটা এখনো জানা যায়নি।