কাদিয়ানীদের দেশে থেকে বের করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন মুফতি শহিদুল ইসলাম সিদ্দিকী
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৩ ২০১৯, ১৬:৪৭

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,এন.আই.সুমন বাহুবল (হবিগঞ্জ)
বেইমান,অমুসলিম,শান্তিপ্রিয় ধর্ম ইসলামের শত্রু, দালাল কাদিয়ানীদের ইসলাম বিশিষ্ট দেশ বাংলাদেশ থেকে চিরতরে বাহির করে দেয়ার জন্য বাংলাদেশের প্রধান মন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন হযরত মাওঃ মুফতি শহিদুল ইসলাম কুয়াকাটা।
তিনি বক্তৃতায় বলেন,কাদিয়ানীরা ইসলামের শত্রু,এই শয়তানদের(কাদিয়ানী)ধারনা শান্তি প্রিয় ধর্ম ইসলাম কে ধ্বংস করা।
শহিদুল ইসলাম বলেন কাদিয়ানীদের চিরতরে ধ্বংস করার জন্য মুসলমান রা প্রস্তত হয়ে যাও।
আজ (১৩ ফেব্রুয়ারী) রোজ বুধবার হবিগঞ্জের বাহুবল অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন,পীরে কামেল,উস্তাদুল উলামা হযরত মাওঃ শেখ শরফ উদ্দিন(র)সৃতি বিজরীত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ‘জামিয়া শরফিয়া দারুল উলূম ভেড়াখাল’মাদ্রাসার ৬৪তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে মুফতি শহিদুল ইসলাম আবেদন জানান।
হযরত মাওঃ মুহাদ্দিস উস্তাদুল উলামা মনির উদ্দিন সাহেবে’র সভাপতিত্বে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ শুকুর সাহেব পরিচালনায় ইসলামী আন্তর্জাতিক মহাসম্মেল অনুষ্টিত হয়েছে।
সম্মেলনে হাজার হাজার ইসলাম প্রিয় ধর্মের জনতার উপস্থিত হয়েছে।