কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে আজ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১২ ২০১৯, ১০:২৯
কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে আজ
ওমর ফারুক মজুমদার
কেনো কাদিয়ানীদের কাফের ঘোষনা করছো না বলো আজও….
কেনো তলে তলে ওদের সাপোর্ট দিয়ে মুমিন তুমি সাজো!
ইমান তোমার হারিয়ে গেছে ফিরে পেতে তা খুজো…
ধর্ম নিয়ে রাজনীতির অভ্যাসটাকে গুজো।
শোনো মহাসত্যের বাণী কোরানের কথা
শেষ নবী মুহাম্মাদ…
অস্বীকারকারী কাদিয়ানি বলে
গোলামে আহমাদ।
রুখতে ওদের জাগো হে তরুণ, জাগো আলেম সমাজ
বলো, কাদিয়ানীদের কাফের ঘোষনা করতেই হবে আজ।
কাফেরের চেয়ে ভয়ানক ওরা
দ্বীনের দুশমন…
কুরআনের ভুল ব্যাখ্যা ছাপিয়ে
করছে ঈমান হরণ।
রুখতে ওদের জাগো হে তরুণ, জাগো আলেম সমাজ
বলো, কাদিয়ানীদের কাফের ঘোষনা করতেই হবে আজ।