কাতারে ইমাম নিয়োগ পরীক্ষা মুলতবি: অচিরেই আসতে পারে নতুন সিদ্ধান্ত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২০:৪৮
ইলিয়াস সারোয়ার:
বিশেষ কারণবশত অনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করা হয়েছে কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগের পরীক্ষা।
কাতার ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে পরীক্ষার জন্য নিযুক্ত শায়েখ ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় অনির্দিষ্ট কালের জন্য সফর মুলতবি রাখতে বলা হয়েছে। এসময় সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
কাতারের ‘জামে শায়েখ মুহাম্মাদ ইবনে আবদুর রহসান আল সানি’ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুশফিকুর রহমান একুশে জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।
হাফেজ মাওলানা মুশফিকুর রহমান জানান, হয়তো খুব তাড়াতাড়ি (আগামী রবিবার) এ বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। সে সময় পর্যন্ত পরীক্ষায় আগ্রহীদের অপেক্ষা করা ও প্রস্তুতি নিতে থাকা ভালো।
উল্লেখ্য, এর আগে কথা ছিল বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ জন ইমাম নিয়োগ দেওয়া হবে। তার জন্য বাছাই পরীক্ষার কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথমদিকে।