কাজের মেয়ের আত্মহত্যা: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১০ ২০১৮, ১৫:৪৯
মাহবুব হুসাইন: গতকাল (৯ই ডিসেম্বর)রাত ৮টায় রাজধানীর মগবাজারের ৪৫১ /১ শেলটেক এপার্টমেন্ট এর ৬ষ্ঠ তলার বাথরুমে রিপা(১৩) নামের কাজে৫র মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
এলাকাবাসি ও পরিবারের দাবি দাবী মেয়েটিকে পরিকল্পিত ভাবে ফ্ল্যাট মালিক হত্যা করে বাথরুমে ঝুলিয়ে রেখেছে। মেয়েটির ভাইর দাবি তার বোন অল্প কদিনের কথা বলে দীর্ঘদিন গ্রামে ছুটিয়ে কাটিয়ে আসে এতে ক্ষিপ্ত হন ফ্ল্যাট মালিক এবং নির্যাতন করে, নির্যাতনের এক পর্যায়ে মেয়েটি মারা গেলে এটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়,এবং তারা নিজেরাই মেয়েটির গোলায় ওড়না পেচিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখে।
কিন্তু ফ্লাট মালিক বলছে ভিন্ন কথা তাদের দাবী পরিবারের অশান্তির কারনে মেয়েটি নিজেই আত্নহত্যা করেছে।
একুশে জার্নালের প্রতিনিধি এই বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ জানায় লাশ পোসমার্টেমের আগে কিছুই বলা যাচ্ছেনা। বিক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘক্ষন বাড়ি ঘেরাও করলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
মেয়েটির গ্রামের বাড়ি নরসিংদী বলে জানা যায়।