কাউখালী উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী পারভেজ তালুকদারের গণসসংযোগ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২০ ২০১৮, ১৫:০৩
ইমাম হোসাইন কুতুবী: ২০ ডিসেম্বর কাউখালি উপজেলার, কাউখালী বাজার, ঘাগড়া বাজার, কাশখালী, কলমপতী, বেতবুনিয়া, এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পার্বত্যবন্ধু এ্যডভোকেট পারভেজ তালুকদার।
উঠান বৈঠক ও পথসভায় তিনি তার বক্তব্যে বলেন পাহাড়ের শান্তির মূলনীতি হলো সাম্প্রদায়িক সম্প্রিতি, আমি বিশ্বাস করি পাহাড়িরা বাঙালিদের ভাই,তাদের সাথে আমাদের কোন বিভেদ নেই, আমরা তাদের সাথে একই পরিবারের সদস্যদের মত মিলেমশে শান্তিতে বসবাস করবো।এসময়ে তিনি পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জনগণের জন্য উন্নয়নমূখী কাজ করা হবে এবং পার্বত্য এলাকায় দুর্গম অঞ্চল বলতে কিছু থাকবেনা বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও নির্বাচিত হলে রাঙামাটি জেলার প্রথম উন্নয়নকাজ কাউখালী উপজেলা থেকে শুরু করবেন বলে ঘোষনা করেন।একই সাথে তিনি কাউখালী উপজেলায় কম্পিউটার ট্রেনিং সেন্টার ও রাঙামাটি জেলায় সীপ্লেন বিমানবন্দর এবং প্রযুক্তিগত বিভিন্ন উন্নয়নের মাধ্যমে ডিজিটাল রাঙামাটি বিনির্মানের প্রতিশ্রুতি দেন।
এসময় উনার সাথে জেলা জাপার যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু, জেলা জাপার সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক জ্যোতি বিকাশ চাকমা, জেলা জাপার মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম,জাতীয় যুবসংহতি পার্টির সভাপতি চন্দন বড়ুয়া, সহসভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক নোমান, জাতীয় কৃষক পার্টির সভাপতি পারভেজ শেখ, জাতীয় কৃষক পার্টির সহসভাপতি মহতি চাকমা , সাধারন সম্পাদক মানিক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক বাসু দাস, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক রেহেনা আক্তার সহ জেলা জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।