‘কল্লাকাটনি’ শিরোনামে সংগীত গেয়ে গ্রেপ্তার কণ্ঠ শিল্পী আলমগীর কবির

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০১ ২০১৯, ১৮:১৬

 

ইবনে সালেহ: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সুর করে গান গেয়ে ভিডিও তৈরীর মাধ্যমে ছেলেধরা গুজব রটানোর অভিযোগে চট্টগ্রাম নবজাগরণ শিল্পী গোষ্টির পরিচালক মাওলানা অালমগীর বিন কবিরকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

৩০ জুলাই তারিখ দুপুর বারটা নাগাদ নাজিরহাটস্থ নবজাগরণ শিল্পী গোষ্ঠীর অফিস থেকে তাকে অাটক করা হয়েছিল। ৭২ ঘন্টা থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার ভিডিওটি পর্যালোচনা করে গানটিতে গুজবে উসকানির প্রমাণ মেলার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা অাইনে গ্রেপ্তার দেখিয়ে আজকে কোর্টে প্রেরণ করেন।

এ নিয়ে অাজ [বৃহস্পতিবার] সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভূঞা এসব বিষয় গণমাধ্যমকে জানান।

গ্রেপ্তারকৃত মাওলানা আলমগীর বিন কবির (৩৪) ফটিকছড়ির লেলাং ইউনিয়নের রায়পুর এলাকার কবির আহাম্মদের ছেলে।

জানাযায়, কিছুদিন পূর্বে কল্লা কাটা, প্রিয়া সাহ, রিফাত মিন্নি ইস্যূ নিয়ে নবজাগরণ শিল্পীগোষ্ঠীর ব্যানারে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ৫ মিনিটের ৫৩ মিনিটের গানের একটি ভিডিও তৈরী করে আলমগীর বিন কবির। গানটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গানের শিল্পী মাওলানা আলমগীর বিন কবির এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তাৎক্ষণিক নির্দেশ দেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা।

গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘কল্লাকাটনি’ শিরোনামে ৫ মিনিটের ৫৩ মিনিটের ভিডিওটি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ভিডিওচিত্র ধারণের কাজে ব্যবহৃত ২টি কর্ডলেস মাইক্রোফোন, বিভিন্ন ধরনের গান লেখা ৩টি নোটবুক জব্দ করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভূঞা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছেলেধরা বা কল্লাকাটা গুজব সৃষ্টিকারী ভিডিওচিত্র তৈরির কথা স্বীকার করেছেন আলমগীর।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে উল্লেখ করে ছেলেধরা গুজব রটিয়ে একটি স্বার্থান্বেষী মহল দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে ইসলামী সংগীত শিল্পী মাওলানা আলমগীর বিন কবিরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখা, ইসলামী অান্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখা, ইসলামী জনকল্যাণ পরিষদ বৃহত্তর ফটিকছড়ি, ফটিকছড়ি ক্বওমি ছাত্র পরিষদ, সচেতন ফটিকছড়ি, ইসলামী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি, আল-মদিনা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম, মারকাযুস সাহাবা বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলাসহ চট্টগ্রামের শীর্ষ ওলামায়ে কেরাম এবং বিভিন্ন সংগঠন।