কল্যাণ ও মুক্তি নিশ্চিত করতে আমাদেরকে মহানবী সাঃ এর জীবন আদর্শ অনুসরণ করতে হবে। আল্লামা আনসারী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৩ ২০১৮, ১৭:১৬

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর,বিশ্ব নন্দিত মুফাসসিরে ক্বোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেছেন,মানব জতিকে মহান আল্লাহ রাব্বুল আলামীন এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাহার ইবাদত ও বন্দেগী করার জন্য।মানুষ আল্লাহর বন্দা।বন্দা হিসেবে মানুষের কাজই হচ্ছে তাহার খালিক ও মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এর ইবাদত করা।মানুষ কি ভাবে আল্লাহর ইবাদত করবে এই পথ ও পদ্ধতি আল্লাহ আমাদের কে নবী মুহাম্মদ সাঃ এর মাধ্যমে শিক্ষা প্রদান করছেন।মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির এক মাত্র পথ হচ্ছে আল্লাহ বিধান ও মহা নবী মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শের প্রকৃত অনুসরণ।তাই দুনিয়ার শান্তি,কল্যাণ ও আখেরাতে মুক্তি নিশ্চিত করতে আমাদের সবাইকে সকল ক্ষেত্রে মহা নবী সাঃ এর জীবন আদর্শের প্রকৃত অনুসরণ করতে হবে।তিনি গত ২১ জুলাই শনিবার যয়তুন ইনিষ্টিটিউট কনফারেন্স হলে বাংলাদেশ খেলাফত মজলিস লীডস ও ব্রাডফোর্ড শাখার যৌথ উদ্যোগ আয়োজিত সীরাতুন্নবী সাঃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।সম্মেলন প্রথম অধিবেেশনে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক ও লীডস শাখার সভাপতি মাওলানা শায়েখ সৈয়দ মশহুদ হুসেন।২য় অধিবেশনে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান ও ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল জলিল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সীরাতুন্নবী সাঃ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক,কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ শায়েখ মাওলানা ফয়েজ আহমদ,যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য শায়েখ শায়েখ মাওলানা আশরাফ আলী শিকদার,উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্রাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদে ইমাম শায়েখ মাওলানা আব্দুল জলিল,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ সভাপতি শায়েখ মাওলানা আবু তাহের ফারুকী,লীডস শাহজালাল মসজিদে খতিব,বিশিষ্ট আলেম শায়েখ মাওলানা আবুল হাসান ফয়সাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য ওল্ডহ্যাম শাখার দায়িত্বশীল মাওলানা বুরহান উদ্দিন,লন্ডন মহানগরীর সহ সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন,লীডস শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা সৈয়দ ফয়েজ আহমদ ।