কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন -কামাল উদ্দিন ভুঁইয়া
একুশে জার্নাল
ডিসেম্বর ২০ ২০১৮, ১৬:১৭

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া নির্বাচনী শোডাউন, গণসংযোগ ও মিছিল করেছেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বাদ আছর কাশিনগর বাজারে মিছিল ও গনসংযোগ এবং বাদ মাগরিব কলাবাগান বাজারে মিছিল ও নির্বাচনী শোডাউন করা হয়।
মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন হাতপাখার প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া। তিনি বলেন ‘সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাতপাখার বিকল্প নেই। অতিতে যারাই ক্ষমতায় গিয়েছিল দেশের সম্পদ চুরি করে দেশকে দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছিল। সে সমস্ত দূর্নীতিবাজরা দেশ ও জাতীর কাছে পরিচিত। হাতপাখায় ভোট দিয়ে সেসব দূর্নীতিবাজদের প্রতিহত করুন।’
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী আব্দুল কাদের খোকন, বামুকের উপজেলা সদর আলী আকবর, মুজাহিদ কমিটির নেতা মাওলানা আব্দুল ওহাব, ছাত্র আন্দোলনের সভাপতি শাহীন বিন শফিক, মাওলানা নুর আহম্মেদ, ডাক্তার আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুছসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।