কলারোয়া সীমান্ত হতে ২০ কেজি রূপার গহনা উদ্ধার
একুশে জার্নাল
জুলাই ০৪ ২০২০, ২১:৩৫

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ২০ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি।
কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়ার সোনাইনদী তীরবর্তী মনিরার ঘাট নামক স্থান থেকে শনিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ওই রূপার গহনা উদ্ধার করা হয়।
জানা গেছে, কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ২০ কেজি রূপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
কাকডাঙ্গা বিওপি কমান্ডার রূপা উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।