কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৯:১২

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে উৎযাপিত হলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার গুণীজন সংবর্ধনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন কোনভাবেই প্রত্যাশিত না। বরং বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতি আশা করে। যার মাধ্যমে সমাজের সকল প্রকার দূর্নীতি ও সত্য প্রকাশ পায়।
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস৷
আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ক্রীড়া সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম রসূল, নির্বাহী সদস্য শামসুর রহমান লালটু, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, দৈনিক ইনকিলাবের কলারোয়া প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ, দৈনিক পত্রদূতের পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকারুজ্জামান জিল্লু ও অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ এর সম্পাদক আরিফ মাহমুদকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়৷