কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনটেটর প্রদান করলো নাভানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০২০, ১৮:১০

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে অক্সিজেন সেবা নিশ্চিত করার জন্য সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক নাভানা অক্সিজেন কনসেনটেটর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের নিকট এই কনসেনটেটর হস্তান্তর করেন।

দৈনিক আমাদের সময়ের সাংবাদিক আরিফুজ্জামান মামুনের তত্ত্বাবধানে ও নাভানা’র অর্থায়নে এসব অক্সিজেন কনসেনটেটর প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, সাংবাদিক কে এম আনিসুর রহমান, সাংবাদিক মোস্তফা বাবলু রহমান প্রমূখ ৷

প্রসঙ্গত, নাভানা’র অর্থায়নে ও সাংবাদিক আরিফুজ্জামান মামুনের তত্ত্বাবধানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি অক্সিজেন কনসেনটেটর কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ লাখ টাকা মূল্যের দুটি ভেন্টিলেটর প্রদান করা হয়।