কলারোয়ায় সপরিবারে করোনা আক্রান্ত গ্রাম ডাক্তারের খোঁজ নিল বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৮ ২০২০, ২২:০৪

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ের নাথপুর গ্রামের করোনা আক্রান্ত গ্রাম ডাক্তার আবুল কালাম (৫২) ওরফে সালেহ ডাক্তারের শারীরিক অবস্থার সার্বিক খোজ খবর নেন, উপহার সামগ্রী প্রদান ও দোয়া কামনা করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার গ্রামডাক্তার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মোঃনজরুল ইসলাম,সহসভাপতি গ্রাম ডাক্তার আঃকরিম, কোষাধক্ষ্য গ্রাম ডাক্তার মুকুল হোসেন, প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার পলাশ হোসেন,সদস্য গ্রাম ডাক্তার রেজওয়ান উল্লাহ(সাংবাদিক),বর্ষা ডেন্টালের পরিচালক ইমরুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কলারোয়া উপজেলায় প্রথম করোনা পজিটিভ দাড়কি গ্রামের মাজেদুল ইসলাম ঢাকা থেকে এসে প্রথমে ওই গ্রাম ডাক্তারের চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নেন। মাজেদুলের চিকিৎসা প্রদানের পর রাতেই ঐ গ্রামডাক্তার প্রচন্ড জ্বর ও মাথা ব্যাথা শুরু হয়। ১৮ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে, এছাড়াও ঐ গ্রাম ডাক্তারের স্ত্রী ও দুই পুত্রের নমুনা সংগ্রহ করার পর স্ত্রী ও এক পুত্রের করোনা পজিটিভ রির্পোট আসে।