কলারোয়ায় মৃত ব্যক্তির নামে কৃষি লোন
একুশে জার্নাল
এপ্রিল ০৮ ২০২০, ০০:১৬

রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক মৃত ব্যক্তির নামে কৃষি লোন দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলা পৌর সদরের মির্জাপুর গ্রামের মৃত বাদল সরদারের ছেলে মৃত নুর ইসলাম সরদারের নামে ৬০ হাজার টাকার কৃষি লোন দিয়েছেন কৃষি ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু তিনি কৃষি লোন পাওয়ার আগেই মারা গেছেন বলে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবী তুলছেন।
এবিষয়ে কলারোয়া কৃষি ব্যাংকের ম্যানেজার জানান-তিনি কিছুই জানেন না। এর আগের ম্যানেজার দায়িত্বে ছিলেন সে সময় হয়তো এই কাজটি হতে পারে।
তিনি আরো বলেন-খাতা কলমে নুর ইসলাম সরদার ও নুর মোহাম্মাদ সরদারের নামে ৬৯শতক জমি থাকায় তাদের দুই ভাইকে ৬০ হাজার টাকার কৃষি লোন দেয়া হয়। তারা কলা চাষ করবেন বলে কৃষি ব্যাংকের খাতায় লিপিবদ্ধ করেছেন।
এছাড়া ৩ নভেম্বর-২০১৬ সালে ব্যাংক থেকে কৃষি লোন নেন তারা। ১৩ই অক্টোবর ২০১৯ সালে ১৭ হাজার ৫০ টাকা দিয়েছেন। এর পর থেকে আর কোন টাকা তারা দেন নাই।
এদিকে মৃত নুর ইসলাম সরদারের পরিবারের দাবী এ ৬০ হাজার টাকা তারা পাননি। অথচ টাকাটি কে নিয়েছে তারা তা জানেন না। বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে মৃত নুর ইসলাম সরদারের পরিবারবর্গ।