কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়ীতে হামলা, এক নারী জখম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ২১:৫৮

রেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া মহামারি করোনা ভাইরাস এর মধ্যে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গার মালোপাড়া এলাকায় এ হামলা চালানো হয়।

এ বিষয়ে থানা পুলিশে একটি অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া প্রবাসীর পিতা সুকুমার বিশ্ববাস জানান-পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রনজিৎ বিশ^াস, রমেশ রায়, বাসনা রানী ও রমিতা রানী দলবদ্ধ হয়ে তাদের বাড়ীতে গিয়ে অশিলন ভাষায় গালি দিতে থাকে।

এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে মালয়েশিয়া প্রবাসীর মা আলো মতি (৩৮) কে ধরে এলোপাতাড়ী ভাবে লোহার রড় দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙ্গে দেয়। এসময় তার সন্ত্রীরা ওই নারী গলায় থাকা একটি ৮আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার ডকিচিৎকারে পাশবর্তী এলাকাবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

বর্তমানে তিনি আহত অবস্থায় কলারোয়া সরকারী হাসপাতালে ভতি রয়েছেন। এবিষয়ে উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গার মালোপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসীর পিতা সুকুমার বিশ্বাস বাদী হয়ে ৪ জনের নামে একটি অভিযোগ করেছেন।