কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৮ ২০২০, ১৯:৫০

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যাপারে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় নিরাপদ দূরত্ব বজায় না রেখে মাস্ক পরিধান না করে ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে একাধিক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সোমবার (১৭ই আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন বলেন, গণ পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যাপারে সকলের মাঝে জনসচেতনতা বাড়াতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে যাত্রী চালকসহ জনসচেতন সকলকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য,কোভিড-১৯ ভাইরাসের তান্ডবে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশ ও বেশ ক্ষতির মুখে পড়েছে। বিশ্বের কোন দেশই এই প্রাননাশকারী ভাইরাস প্রতিরোধ ও ছড়িয়ে পড়া সংক্রমন ঠেকাতে পারছে না। তবে বিশ্বে করোণা আক্রান্ত দেশগুলো নানা ভাবে সর্তকতার সাথে বিভিন্ন সচেতনতার মধ্যে দিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশেও একই পথ অবলম্বন করছে। এবং সাম্প্রতিক সময়ে মাস্ক ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে মানুষকে আরো সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া করোনা সংক্রমন ঠেকাতে মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় কলারোয়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এএসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে চৌকশ পুলিশ বাহিনী।