কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৯ ২০২০, ২১:৪২

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে শিশু রাজিন আনামের করুণ মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রবিবার(৯আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের ছোট ভাই মনিরুল ইসলামের ১৮মাস বয়সের পুত্র রাজিন আনাম বাড়ির পার্শ্বে পুকুরে ধারে বসা অবস্থায় সকলের অলক্ষ্যে গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে পুকুরে পানিতে পরে যায়। পরিবারের সদস্যরা রাজিনকে বেশকিছুক্ষণ বসা অবস্থায় না পেয়ে খুঁজতে খুঁজতে রবিবার (৯আগস্ট) সকাল ৭টার দিকে দেখতে পায় রাজিনের নিথরদেহ পুকুরের পানিতে ভাসছে। পরে তার মরদেহ পানি থেকে তুলে আনা হয়।

শিশু রাজিন আনামের করুণ মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল জানান।