কলারোয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৬ ২০২০, ১৯:৩১

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়ারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার। যা এখন সকল ক্ষেত্রেই প্রয়োজন হয়৷ এজন্য শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পিতা-মাতার একান্ত দায়িত্ব সন্তানের জন্ম নিবন্ধন করে নেওয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমানসহ সরকারি বেসরকারি দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।