কলারোয়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৯ ২০২০, ১৮:৪৯
মো:রেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টারে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে কলারোয়ার ডাঃজাফর উল্লাহর নিজস্ব ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। ক্লিনিকের নার্সদের ডিপ্লোমা না থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এ জরিমানা করেন।
হাসপাতাল রোডের মিতালী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেডিকেল টেকনিশিয়ান ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৪ হাজার টাকা জরিমানা করেন ও কলারোয়ার মর্ডাণ ক্লিনিকে নার্সদের ডিপ্লোমা না থাকায় ও ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করার পাশাপাশি এসকল প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন পরিবেশ ও বৈধ কাগজ পত্র করার নির্দেশ দেন।