কলারোয়ার কাঁচা বাজার সরকারি কলেজ মাঠে স্থানান্তর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৪ ২০২০, ১৯:৪৮

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের আওতা হিসেবে কলারোয়া কাঁচা বাজার কলারোয়া সরকারী কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৪(এপ্রিল) মঙ্গলবার সকালে কলারোয়া পৌর সদরের কাঁচা বাজার কলারোয়া সরকারি কলেজ মাঠে স্থানান্তর করা হয়।

এর আগে সোমবার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ কলারোয়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন।

মঙ্গলবার কাঁচা বাজার থেকে সকল ব্যবসায়ীদের তরিতরকারি নিয়ে কলারোয়া সরকারি কলেজ মাঠে অস্থায়ী স্থানান্তর করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখানেই কাঁচা বাজার চালাতে হবে- উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ বাজার ব্যবসায়ীদের নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কলারোয়া সরকারি কলেজ মাঠের কাঁচা বাজার পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরন অব্যাহত রয়েছে।

করোনা সংক্রামন এড়াতে নিজেদের সতর্ক থাকা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট কলারোয়া সরকারি কলেজ মাঠে হবে।

কাঁচা বাজারে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কাঁচা বাজারের পাশাপাশি যদি মাছ বাজার ও কলারোয়া সরকারি কলেজ মাঠে স্থানান্তর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

রেজওয়ান উল্লাহ/একুশে জার্নাল