কলারোয়ায় গ্রাম ডাক্তারদের মাসব্যাপী রিফ্রেসার্স ট্রেনিং সেশনের উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১২ ২০২০, ১৯:১০

মো. রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের পরিচালনায় কলারোরোয়া সরকারি হাসপাতালে তত্ত্বাবধানে গ্রাম ডাক্তারদের মান উন্নয়নে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলায় গ্রাম ডাক্তারদের নিয়ে মাসব্যাপী ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।
রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন করেন কলারোয়া সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিয়াউর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাঃ আঃ গফফার, গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম, গ্রাম ডাক্তার আব্দুল বারি, বীর মুক্তিযোদ্ধা গ্রাম ডাক্তার আবু ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম, সেক্রেটারি গ্রাম ডাক্তার সেলিম মোঃ সিদ্দিকী, গ্রাম ডাক্তার আব্দুল করিম, গ্রাম ডাক্তার রেজাউল ইসলাম, গ্রাম ডাক্তার আবু সাঈদ, ডাক্তার রেজওয়ান উল্লাহ, গ্রাম ডাক্তার আনিসুর রহমান পলাশ সহ কলারোয়া উপজেলার প্রায় দেড় শত ডাক্তার উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ও সাংবাদিক গ্রাম ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।