কলরবশিল্পী আবু রায়হানের পিতার ইন্তেকাল
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৫ ২০১৯, ১৯:২০
ইসলামী ঘরানার জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব-এর জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হানের পিতা মাওলানা ইয়াসিন আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, আজ সকাল ১০টায় অসুস্থ হয়ে পড়েন মাওলানা ইয়াসিন আলী। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রায় ৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যা ৭ টায় তিনি ইন্তেকাল করেন।