কর্মহীন মানুষের পাশে দাড়াল গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘ
একুশে জার্নাল
এপ্রিল ১৬ ২০২০, ২৩:১৯

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রায় ২০০ কর্মহীন ও দুস্থ মানুষের কাছে খাবার পৌছে দিলেন গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘের (gss) সদস্যবৃন্দ। ১৬/০৪/২০২০ বৃহস্পতিবার দুপুরে গংগাচড়া সদর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নিতান্তই অসহায় পরিবার যারা কর্মহীন হয়ে বাসার মধ্যে অবস্থান করছে তাদের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ময়দা, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি ভোজ্যতেল, ২ কেজি আলু ও ১ পোয়া কাচাঁ মরিচ বিতরন করা হয়।
করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে ও বৈশিক এই মহামারীতে উন্যান্য উপজেলার ন্যায় গংগাচড়া উপজেলায় সচেতনতা বাড়াতে ও ঘরে অবস্থানরত খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।
এর অংশ হিসেবে গংগাচড়া ব্যাপক প্রসংশনীয় সামাজিক সংগঠন (জিএসএস) এর সভাপতি মোঃ আফফান হোসাইন আজমীর, সম্পাদক ইসমাইল হোসেন রিমুল, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রাকিবুল ইসলাম, মোঃ শাওন মিয়া সহ সংগঠনের সদস্যরা গংগাচড়ার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের শান্তি পাড়া,দোলা পাড়া, কুড়িয়ার মোড়, চেংমারী, বোল্লারপাড় ও ভূটকা এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেন।
ত্রাণ বিতরন শেষে সংগঠনের সদস্যবৃন্দ সমাজের বিত্তবানদের গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ক্ষুদ্র এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।