কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য নিয়ে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০২০, ০০:০৭

বর্তমান করোনা মহামারীতে দেশব্যাপী লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কাজ করার সুযোগ না থাকায় খাদ্যের সংকট দেখা দিয়েছে নিম্নবিত্ত পরিবারে।

আজ ৩১ মার্চ মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য নিয়ে যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী সাহেদ আহমদ, সভাপতি হুমায়ুন কবির রুবেল, সাধারন সম্পাদক সাঈদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মান্না আহমদ, আব্দুস ছামাদ আজাদ, মেহরাজুল ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক রাজন লাল দাশ, দপ্তর সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক রিফাত আহমদ, ফরহাদ রেজা, মাজহারুল ইসলাম শাওন, সাইদুল ইসলাম মাহের প্রমুখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল, সাবান ইত্যাদি।