কর্মহীনদের মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতার ত্রাণ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ২১:৫০

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: পৃথিবী জুড়ে চলছে করোনার প্রভাব। বাংলাদেশও এর বাহিরে নয়। এমন অবস্থায় হবিগঞ্জ শহরে কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

সোমবার ২০ এপ্রিল হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাফিজ নিজের অর্থায়নে হবিগঞ্জ শহরে খাদ্যসামগ্রী বিতরণ করে।

খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, ছোলা ইত্যাদি। প্রতিটি পরিবারে ৫ কেজি আলু, ৫ কেজি ডাল, ৫ কেজি তৈল, ৫০ কেজি চাউল দেয়া হয়েছে। এ পর্যন্ত ৫০ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজ ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজ বলেন, করোনাভাইরাসের কারণে ক্যাম্পাসে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে, এ বিষয়টি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার সংগে সংগে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর জন্য নির্দেশ দেন।

তিনি আরও জানান, হবিগঞ্জ পৌরসভার ৩ বারের সফল সাবেক মেয়র, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি.কে গউছ ভাইয়ের পক্ষ থেকে, এবং তারই ধারাবাহিকতায় আমার ব্যক্তিগত সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আমার এ কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।