কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ আর নেই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০১ ২০২০, ১৫:০৭

মাহফুজুর রহমান;

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ গতকাল ইন্তেকাল করেন। গত রবিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

গতকাল বাদে যোহর নিজ উপজেলার দৌলতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাধি করা হয়।

সৈয়দ জামাল আহমদ এর পরিবারের এক সদস্য থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ আক্রান্ত। তার পাশাপাশি নানা জটিলতাময় রোগেও ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।