কর্ণফুলীর পূজার মন্ডপ পরিদর্শনে ইউএনও শাহিনা সুলতানা 

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৬ ২০২০, ১৪:৫৯

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন ইউএনও শাহিনা সুলতানা।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে ইউএনও শাহিনা সুলতানা উপজেলার চরলক্ষ্যাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এইসময় পূজা মন্ডপ পরিদর্শনে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে শুভেচ্ছা বিনিময় করে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ উৎসাহ-উদ্দীপনা-ধর্মীয় মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি মেনে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গোৎসব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন তিনি।

এসময় ভিন্ন ভিন্ন মণ্ডপে উপস্থিত ভক্ত পুজারীদের উদ্দেশ্য (ইউএনও) শাহিনা সুলতানা করােনা মােকাবেলায় দেশের ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাসহ পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।