কর্ণফুলীতে ৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১০ ২০২০, ১৯:৩০

মোহাম্মদ মহিউদ্দিন।কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি
আজ ৯ই মার্চ মঙ্গলবার দুপুরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আটজনকে আটক করেন।
জানাযায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আটজনকে আটক করে তাদের ইয়াবা,গাঁজা বিক্রি,মজুদ ও ব্যবহারের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-৩৬(৫)ধারায় এ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন কর্ণফুলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নোমান হোসেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন বলেন আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্হলে পৌছালে আটজনকে আটক করি।তিনি আরও বলেন আটককৃতরা দিনরাত জোয়ার আসরে পড়ে থাকত এবং তারা গাঁজা,মত সেবন এবং বিক্রি করত।
নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন আরো বলেন,দেশকে রক্ষা করতে যুব সমাজকে মাদক মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।