কর্ণফুলীতে শোক দিবসে আলোচনা সভা, বৃক্ষরোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ১৫ ২০২০, ১৭:৪৬

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ আগষ্ট) সকালে উপজেলার শিকলবাহাস্থ রিভারভিউ কমিউনিটি সেন্টারের হলরুমে এই শোক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শাহিনা সুলতানা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্ট জাতির যে শ্রেষ্ট সন্তান স্বাধীনতা এনে দিয়ে বাঙালির মুখে হাসি ফুটিয়েছিলেন,তাঁকেই এই দিনে সপরিবার হত্যা করে জাতিকে শোকের সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।তাঁদের সকলের স্বরণে শহিদদের প্রতি বিনম্র জানাচ্ছি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন,মুক্তিযোদ্ধা এন ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ কর্ণফুলী নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর, আনসার বিডিপির সার্কেল আব্দুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মোজ্জামেল হক ও গীতা পাঠ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তানি আলম। এই সময় পুরো উপজেলায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ৯৫০০টি চারা বিতরণ করেন।