কর্ণফুলীতে যুবলীগের উদ্যোগে শোক দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৫ ২০২০, ১৮:২৫
নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি সংগঠনের সভাপতি সোলায়মান তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম হকের উপস্থিতিতে যুবলীগের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, বৃক্ষরোপন এবং খাদ্যবিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ ১৫ আগষ্ট সকাল ১১টায় উপজেলার চরপাথরঘাটা হামিদিয়া বোগদাদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শোকাবহ এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবলীগ।
আলোচনায় সভায় ১৯৭৫ সালের আগষ্ট মাসে নিহত বঙ্গবন্ধু ও নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে শোক কর্মসূচীতে উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।